বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক বহুমাত্রিক উন্নয়নে রাষ্ট্রদূতের উদ্যোগ

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১২:২৫:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১২:২৫:১০ পূর্বাহ্ন

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম আজ দেশটির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সেন্ট্রাল এশিয়া (আইআইসিএ)-এর পরিচালক রাষ্ট্রদূত জাভলন ভাখাবোভের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে বাংলাদেশের দূতাবাসের প্রথম সচিব শুকলা বনিকও উপস্থিত ছিলেন।
 

রাষ্ট্রদূত ড. ইসলাম বৈঠকে বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনসহ বহুমাত্রিক খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা আলোচনা করেন। এছাড়া খাদ্য ও পানি নিরাপত্তা, অভিবাসন এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশ অভিজ্ঞতা ও বিশেষায়িত জ্ঞান বিনিময়ের মাধ্যমে উপকৃত হতে পারে বলে জানান।
 

ড. ইসলাম আইআইসিএ-এর সঙ্গে বাংলাদেশের কোনো গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাবও দেন। তিনি উল্লেখ করেন, এ ধরনের চুক্তি উভয় প্রতিষ্ঠানের গবেষক ও গবেষণাপত্র বিনিময়কে সহজ ও ফলপ্রসূ করবে এবং দুই দেশের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
 

আইআইসিএ-এর পরিচালক জাভলন ভাখাবোভ বৈঠকে প্রতিষ্ঠানের গঠন, কার্যক্রম এবং মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির দিকগুলো তুলে ধরে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং গবেষণা সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
 

বৈঠকের শেষ পর্যায়ে উভয়পক্ষ বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ককে বহুমাত্রিকভাবে এগিয়ে নিতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]