ইরানের হামলায় কাতারের আকাশসীমা বন্ধ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০২:১৫:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০২:১৫:২১ পূর্বাহ্ন
কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কাতারগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা রওশন কবীর জানান, ঢাকা থেকে দোহার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ফ্লাইট মাঝ আকাশে কাতারের আকাশসীমা বন্ধ হওয়ার খবর পেয়ে মাস্কটে অবতরণ করে। সেখান থেকে জ্বালানি নিয়ে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসবে।
 
 
এছাড়া মধ্যরাতে দোহা হয়ে জেদ্দাগামী আরেকটি ফ্লাইট সরাসরি জেদ্দা যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হজ ফ্লাইটে এর কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]