
মোবাইল আর্থিক সেবা (এমএফএস) খাতে প্রতিযোগিতা জোরদার করতে সরকার নগদকে সম্পূর্ণ বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি জানান, ডাক বিভাগ নগদ পরিচালনায় সক্ষমতা না থাকায় প্রযুক্তি কোম্পানিগুলোর বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে এবং আগামী তিন থেকে চার মাসের মধ্যেই নতুন বিনিয়োগকারী পাওয়া যেতে পারে।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ তথ্য জানান। তিনি বলেন, বিনিয়োগকারীদের অন্তর্ভুক্ত করার এ সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে এবং অচিরেই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
গভর্নর নগদ টাকার ওপর অতিরিক্ত নির্ভরতার সমালোচনা করে উল্লেখ করেন, প্রতিবছর নগদ টাকা মুদ্রণের ব্যয় প্রায় ১০ শতাংশ বা প্রায় ২ হাজার কোটি টাকা বাড়ছে। তার মতে, এ ধারা অব্যাহত থাকলে ডিজিটাল অর্থনীতির পথে অগ্রগতি ব্যাহত হবে।
সামিটে ব্যাংক ও ফিনটেক খাতের প্রতিনিধি, নীতিনির্ধারক এবং নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা অংশ নেন। তারা ক্যাশলেস অর্থনীতি বাস্তবায়নের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রথম সেশনে বাংলাদেশ পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মাসরুর রিয়াজ ‘ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা: ফিনটেকের গুরুত্বপূর্ণ ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ডিজিটাল রূপান্তরে চীন, ভারত ও সুইডেনের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ মূল্যবান শিক্ষা নিতে পারে।