আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে কেজিপ্রতি ২২ টাকা নির্ধারণ করল সরকার

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১১:৪২:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১১:৪২:৩০ অপরাহ্ন

আলু চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ গেট পর্যায়ে কেজিপ্রতি আলুর ন্যূনতম দাম ২২ টাকা বেঁধে দিয়েছে সরকার। বুধবার কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোল্ড স্টোরেজ বা হিমাগারে সংরক্ষিত আলুর ক্ষেত্রে সর্বনিম্ন মূল্য কেজিপ্রতি ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তের অংশ হিসেবে সরকার ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করবে এবং তা অক্টোবর-নভেম্বর মাসে বাজারজাত করবে। পাশাপাশি আগামী মৌসুমে আলু উৎপাদনে কৃষকদের জন্য প্রণোদনা দেওয়ার কথাও জানানো হয়েছে।
 

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আলুর বিক্রয়মূল্য উৎপাদন খরচের তুলনায় অনেক কম হওয়ায় চাষিরা লোকসানের মুখে পড়ছিলেন। এ পরিস্থিতি মোকাবিলায় কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি এবং বাণিজ্য, খাদ্য ও অর্থ মন্ত্রণালয়ের সচিবদের সদস্য করে চার সদস্যবিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়।
 

কমিটি পর্যালোচনার পর সরকার ন্যূনতম মূল্য নির্ধারণ ও বিপণন ব্যবস্থায় হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]