২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে, অনিয়মিতদের জন্য পূর্ণাঙ্গ পাঠ্যসূচি

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৬:৩৪:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৬:৩৪:৫৭ অপরাহ্ন
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে আয়োজন করা হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। মঙ্গলবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়াদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারেই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে। তবে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। তারা ২০২৫ সালের পরীক্ষার জন্য প্রণীত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা দিতে হবে।
 
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার আয়োজন শিক্ষার্থীদের প্রস্তুতি সহজ করবে। তবে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ সিলেবাস বজায় রাখা হলে তাদের অতিরিক্ত প্রস্তুতির প্রয়োজন হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]