সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩০ নভেম্বর

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৫:৪০:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৫:৪০:১৭ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা জানা যাবে আগামী ৩০ নভেম্বর। ওই দিন নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। এর আগে ১ নভেম্বর প্রকাশ করা হতে পারে চূড়ান্ত সম্পূরক খসড়া তালিকা।
 

বুধবার (২৭ আগস্ট) ইসির এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, তিন ধাপে ভোটার তালিকা প্রকাশ করছে ইসি। এর মধ্যে ২ মার্চ প্রথম তালিকা প্রকাশিত হয়েছে, ৩১ আগস্ট প্রকাশ হবে হালনাগাদ তালিকা। আর ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ পূর্ণ হবে, তাদের অন্তর্ভুক্ত করে ১ নভেম্বর প্রকাশ করা হবে নতুন তালিকা। সবশেষে ৩০ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
 

এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানান, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। হালনাগাদ কার্যক্রমে নতুন করে যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। আর মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।
 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হলে ডিসেম্বরের প্রথমার্ধেই ভোটের তফসিল ঘোষণা করতে হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]