ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৩:২৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৩:২৯:২৯ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে মোট ১,০৩৫ জন প্রার্থী ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে জমা পড়া ১,১০৯টি মনোনয়নপত্রের মধ্যে ৭৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং একজনের মনোনয়ন বাতিল হয়েছে।
 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকাও প্রকাশিত হয়েছে। সেখানে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল, যার মধ্যে ২৮ জন প্রত্যাহার করায় শেষপর্যন্ত ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে লড়াইয়ে থাকছেন।
 

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর এই নির্বাচনী আয়োজনকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি আবারও সরব হয়ে উঠেছে। বিভিন্ন ছাত্রসংগঠন তাদের প্রার্থী ও সমর্থকদের নিয়ে প্রচারে মাঠে নেমেছে, ফলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]