টেকনাফে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১০:১২:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১০:১২:৪২ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের খরের দ্বীপ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
 

বিজিবি জানায়, টহল চলাকালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নজরে আসে। বিজিবিকে লক্ষ্য করে তারা এক রাউন্ড গুলি ছোড়ে দ্রুত নৌকাযোগে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকায় তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— দুটি জি-৩ রাইফেল, একটি এমএ-১ (ভ্যারিয়েন্ট এমকে-২) রাইফেল, একটি এলএম-১৬ রাইফেল, আটটি ম্যাগাজিন এবং মোট ৫০৭ রাউন্ড গুলি। এর মধ্যে ১৯৯ রাউন্ড জি-৩, ১২০ রাউন্ড এমএ-১ এবং ১৮৮ রাউন্ড এলএম-১৬ এর গুলি রয়েছে।
 

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি প্রমাণ হিসেবে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]