তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনায় সুপ্রিম কোর্টে চারটি আবেদন শুনানি আজ

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১০:০৬:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১০:০৬:৫৬ পূর্বাহ্ন

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাজনৈতিক দল ও ব্যক্তিগতভাবে করা চারটি আবেদনের শুনানি আজ বুধবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এই শুনানি পরিচালনা করছেন।
 

মঙ্গলবার (২৬ আগস্ট) আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুনানি শেষে আপিল বিভাগ পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করে।
 

এর আগে ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। তবে আদালত সে সময় মত দিয়েছিলেন, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজন করা যেতে পারে। এই ঐতিহাসিক রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ।
 

চলতি বছরের ২৫ আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ জন ব্যক্তি এ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে ছিলেন তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান। তাদের পক্ষে আবেদন দায়ের করেন অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন।
 

এরপর ১৬ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আরও একটি রিভিউ আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন। সর্বশেষ ২৩ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ আবেদন দাখিল করেন।
 

প্রসঙ্গত, ১৯৯৬ সালে জাতীয় সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী এম. সলিম উল্লাহসহ তিন জন হাইকোর্টে রিট করেন, যা খারিজ করা হয়। তবে ২০০৫ সালে আপিলে গেলে মামলায় নিয়োগপ্রাপ্ত আট জন অ্যামিকাস কিউরির মধ্যে বেশিরভাগই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দেন। এই ব্যবস্থার সাংবিধানিক বৈধতা ও কার্যকারিতা নিয়ে তখন থেকেই আইনি বিতর্ক চলমান।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]