বিশ্বের শীর্ষ ১০০ পরিবেশবান্ধব কারখানার ৬৮টি এখন বাংলাদেশে: বিজিএমইএ

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১১:৫৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১১:৫৮:০০ অপরাহ্ন

বাংলাদেশে পরিবেশবান্ধব পোশাক শিল্পে আবারও নতুন মাইলফলক যোগ হয়েছে। সম্প্রতি আরও দুটি তৈরি পোশাক কারখানা সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর ফলে দেশে এ ধরনের কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩টিতে। উল্লেখযোগ্য বিষয় হলো—বিশ্বসেরা ১০০ পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬৮টিই বাংলাদেশে অবস্থিত।
 

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানায়, ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এই স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে ১১১টি কারখানা পেয়েছে ‘লিড প্লাটিনাম’, ১৩৩টি ‘লিড গোল্ড’, ১৫টি ‘লিড সিলভার’ এবং ৪টি ‘সার্টিফায়েড’ স্বীকৃতি। নতুন যুক্ত হওয়া এ জি ড্রেসেস লিমিটেড (টঙ্গী) এবং ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেড (গাজীপুর) – দুটোই লিড প্লাটিনাম অর্জন করেছে। এ জি ড্রেসেস ১০৬ পয়েন্ট এবং ফিন বাংলা অ্যাপারেলস ১০৪ পয়েন্ট অর্জন করে।
 

বিজিএমইএ বলছে, এ অর্জন বাংলাদেশের পোশাক খাতের স্থিতিস্থাপকতা ও টেকসই প্রবৃদ্ধির প্রতীক। উদ্যোক্তারা পরিবেশবান্ধব কারখানা নির্মাণের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা নয়, উৎপাদন খরচ হ্রাস, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছেন। এতে দেশ বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে এবং বৈশ্বিক টেকসই নীতিমালার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএসজিবিসি ‘লিড’ (Leadership in Energy and Environmental Design) সনদ প্রদান করে। এ সনদের জন্য ভবন নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত পরিবেশবান্ধব মান বজায় রাখতে হয়। সর্বোচ্চ ১১০ পয়েন্টের মধ্যে ৮০ বা তার বেশি পেলে ‘প্লাটিনাম’, ৬০–৭৯ পেলে ‘গোল্ড’, ৫০–৫৯ পেলে ‘সিলভার’ এবং ৪০–৪৯ পেলে ‘সার্টিফায়েড’ মর্যাদা মেলে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]