
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দেয়া কারণ দর্শানো নোটিশের জবাব দল স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেনি বলে জানা গেছে। এই অনুপস্থিত ও অসন্তোষজনক জবাবের প্রেক্ষিতে তাকে তিন মাসের জন্য দলীয় সকল পদ থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
গত ২৪ আগস্ট ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। এর জবাব প্রদান সময়সীমা অতিক্রম করার পর তিনি সময় বর্ধিত করার আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে ২৫ আগস্ট চারবিশ ঘণ্টার জন্য সময় বর্ধিত করা হয়, কিন্তু ২৬ আগস্ট যখন তিনি জবাব দেন, তখন সেটি দলের প্রত্যাশা অনুযায়ী ছিল না বলে জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ রয়েছে, ‘বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনার মুক্তিযুদ্ধকালীন অবদান বিবেচনায় রাখেই দল কঠোর সাংগঠনিক পদক্ষেপ না নিয়ে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পদ তিন মাসের জন্য স্থগিত করেছে।’ এছাড়াও আদেশে নির্দেশনা দেয়া হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে দেশের মর্যাদা এবং দলের নীতিমালা রক্ষা করতে সচেতন হতে এবং দেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত না করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
বিএনপির শৃঙ্খলা ও এক্যতাকে গুরুত্ব দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দলীয় শৃঙ্খলার সফল বাস্তবায়নে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। রাজনৈতিক পরিবেশে নেতাদের আচরণ ও দায়িত্বশীলতা দলের কার্যকর নেতৃত্ব ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।