ঢাবি ডাকসু নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে উপদেষ্টার ফেসবুক পোস্টে বিতর্ক

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৯:৪৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৯:৪৪:১৪ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে মুক্তভাবে সমর্থন প্রকাশ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মুখে পড়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত মঙ্গলবার (২৬ আগস্ট) তাঁর একটি ফেসবুক পোস্ট রাজনৈতিক ভাবনা ও দায়িত্বের মাঝখানে প্রশ্নের সৃষ্টি করেছে, পরে তিনি ধুপকাঠির মতো সাড়া ফেলতে থাকা পোস্টটি ডিলিট করেন।
 
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ওই দিন আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্ট শেয়ার করে লিখেছিলেন, ‘ডাকসুতে ভোটার হইনি, তবে প্রার্থীর আধিক্য দেখে মনে হচ্ছে ভোটার হওয়া উচিত ছিল।’ পোস্টের শেষে তিনি ভিপি প্রার্থীকে ট্যাগ দিয়ে শুভকামনা জানিয়ে উপস্থাপন করেছিলেন নিজের সমর্থন। এই স্ট্যাটাসের স্ক্রিনশট দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
 
গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা হিসেবে উনার এই স্পষ্ট পক্ষপাতিত্ব নির্বাচন প্রক্রিয়ার ওপর প্রশ্ন তুলছে। এটি নির্দেশ দেয় সরকারের কোনো না কোনো প্রকার হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে। এমন অবস্থান সত্যিই উদ্বেগের।” তিনি আরো বলেন, “একজন উপদেষ্টা ঔপনিবেশিকভাবে স্থির থাকার কথা থাকলেও পোস্ট ডিলিট করা ‘বাকস্বাধীনতার’ স্বরূপ নয়।”
 
সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের শীর্ষ আলোচনায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এ আচরণ নিয়েও প্রশ্ন ওঠে। এক নেটিজেন রবিউল ইসলাম মন্তব্য করেছেন, “উনি হয়ত ভুলে গিয়েছিলেন নিজের দায়িত্ব ও পদটির গুরুত্ব। উপদেষ্টার মর্যাদা বজায় রেখে কোনো প্রার্থীর সরাসরি প্রচারণা করা ঠিক হয়নি। সমালোচনার মুখে পোস্ট ডিলিট করাই উনার প্রকৃত অবস্থান প্রকাশ করে।”
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এবছর মোট ৪৭১ জন প্রার্থী পেলেন চূড়ান্ত মনোনয়ন, যার মধ্যে ভিপি পদেও প্রতিদ্বন্দ্বিতা তেমনই প্রকট। বছরের পর বছর এই নির্বাচন কেন্দ্র করে ছাত্র রাজনীতি আকর্ষণীয় ও আন্তরিকভাবে ছড়িয়ে পড়েছে, তবে নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া বজায় রাখাই প্রত্যাশিত।
 
নির্বাচনকে ঘিরে দায়িত্বশীল ব্যক্তিদের মনোভাব, স্বচ্ছতা এবং রাজনৈতিক নিরপেক্ষতা কোনো দিক থেকে ক্ষুণ্ণ না করার বিশেষ গুরুত্ব বহন করে। এমন ক্ষেত্রে উপদেষ্টার প্রকাশ্য পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক, যা নীতি ও নেতৃত্বের ওপর আচরণ সংশ্লিষ্ট প্রত্যাশা প্রসঙ্গে মাইলফলক হয়ে দাঁড়ায়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]