ঢাবি ডাকসু নির্বাচনে প্রথম দিনে চারুকলা ব্যানার ভাঙচুরের অভিযোগ

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৯:৩৩:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৯:৩৩:১৭ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথমদিনেই চারুকলা অনুষদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ব্যানার ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরের এই ঘটনায় ছাত্র শিবির সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
 
নির্বাচনী প্রচারণা সকাল থেকেই শুরু হলেও চারুকলা ইনস্টিটিউটে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট একটি অস্থায়ী ব্যানার টাঙিয়েছিলেন। তবে কিছুক্ষণ পর অজ্ঞাত দুই যুবক এসে ওই ব্যানারটি ভেঙে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শাখার ক্রীড়া সম্পাদক মিফতাহুল মারুফ জানান, তার সংগঠনের দুইটি ব্যানার ভাঙচুর করা হয়েছে। তিনি প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ যাচাই ও দায়ীদের শনাক্তের অনুরোধ করেন।
 
চারুকলা অনুষদের সহকারী প্রক্টর মো. ইসরাফিল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মূল্যায়ন করেছেন। তিনি জানান, যারা এই কাজ করেছেন তারা অন্যায় করেছেন এবং দোষীদের সনাক্তের চেষ্টা চলছে। প্রক্টর দোষীদের পুনরায় ব্যানার পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন এবং আইনি সহায়তার জন্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন। প্রয়োজন হলে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ড. জসিম উদ্দিন বিষয়টি নিয়ে বলেন, এখন পর্যন্ত তাদের কাছে কোনো লিখিত অভিযোগ পৌঁছায়নি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় তদন্ত ও পদক্ষেপ নেওয়া হবে।
 
ডাকসু নির্বাচন দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় নির্বাচনের মধ্যে অন্যতম হওয়ায় প্রতিটি নির্বাচনী কার্যক্রমে স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গত বছরগুলোতে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন ধরনের বিরোধ এবং সংঘাতের অভিযোগ থাকলেও প্রশাসন ও নির্বাচন কমিশন চেষ্টা করে আসছেন শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া প্রতিষ্ঠায়। 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]