পোল্যান্ডে বান্দেরা প্রতীক নিষিদ্ধের প্রস্তাব

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০২:৪৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০২:৫০:০৮ অপরাহ্ন
পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি একটি নতুন ফৌজদারি আইনের সংশোধনী প্রস্তাব করেছেন, যার মাধ্যমে ইউক্রেনের জাতীয়তাবাদী নেতা স্তেপান বান্দেরা এবং তার প্রতীকের প্রচারকে পোল্যান্ডে নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে। এই আইনের অধীনে বান্দেরা প্রতীককে নাৎসিবাদের এবং কমিউনিজমের সঙ্গে সমতুল্য ধরা হবে। এর ফলে এই ধরনের প্রতীকের ব্যবহার ও প্রচারকে পেনাল্টি দেওয়া হবে এবং নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে।
 
অতীত ও ইতিহাসের কাঠামোতে বান্দেরা ইউক্রেনীয় জাতীয়তাবাদের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হলেও, পোল্যান্ড ভারী ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়ে আসছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি পোল্যান্ডি জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংস ও বিদ্বেষমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এই প্রস্তাবিত আইনের মাধ্যমে পোলিশ সরকার এই ঐতিহাসিক ভাবমূর্তিকে কঠোর নিয়ন্ত্রণে রেখে তাদের রাষ্ট্রীয় নীতিকে দৃঢ় করতে চায়।
 
এই নীতি বিরোধী রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি করেছে ইউক্রেন ও পোল্যান্ডের মধ্যে। ইউক্রেনে বান্দেরা একটি স্বাধীনতা ও জাতীয়তাবাদের প্রতীক হিসেবে বিবেচিত হলেও, পোল্যান্ডে তার ইতিহাস অন্যান্য দৃষ্টিকোণ থেকে দেখা হয়। পোল্যান্ডের এই পদক্ষেপ ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতাও বাড়িয়ে তুলতে পারে বলে মত বিশ্লেষকদের।
 
বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এই প্রস্তাব পোল্যান্ডের জাতীয় নিরাপত্তা ও ঐতিহাসিক প্রতিমূর্তির সুরক্ষার ইঙ্গিত বহন করে, তবে এতে ইউক্রেনের সঙ্গে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাবও পড়তে পারে। বর্তমানে এই আইন প্রণয়নের জন্য সংসদে আলোচনা চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]