কাঁঠালসহ কৃষিপণ্য রপ্তানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক বৈঠক

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১১:৩৭:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১১:৩৭:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় ও চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (জিএসিসি)-এর মধ্যে কৃষিপণ্য বাণিজ্যিকীকরণে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এ বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা কৃষি খাতে অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
 

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জিএসিসি’র ভাইস মিনিস্টার ওয়াং লিং জুন। আলোচনায় কৃষিপণ্যের রপ্তানি-আমদানি প্রক্রিয়া সহজীকরণ, অগ্রাধিকারভিত্তিক বাজার সম্প্রসারণ, কোয়ারেন্টাইন ও কাস্টমস সহযোগিতা জোরদার করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রশিক্ষণ ও যৌথ গবেষণার মাধ্যমে সক্ষমতা উন্নয়নসহ দীর্ঘমেয়াদি সহযোগিতার কাঠামো তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়।
 

জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের আম চীনা বাজারে রপ্তানির সাম্প্রতিক অনুমোদনকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তিনি এ সাফল্যের ভিত্তিতে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের প্রক্রিয়াজাত সহজীকরণ, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি সহযোগিতা আরও জোরদার করার প্রস্তাব দেন। পাশাপাশি পরিদর্শন ও পরীক্ষাগারের ফলাফলের পারস্পরিক স্বীকৃতি, ডিজিটাল অনুসন্ধান ও ঝুঁকিভিত্তিক ছাড়পত্র ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। কাঁঠাল, পেয়ারা, আলু ও সুগন্ধি চাল পরীক্ষামূলকভাবে রপ্তানির সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
 

বৈঠকে দুই পক্ষই কৃষি বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]