শাহপরীর গোলারচরে ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলে জীবিত উদ্ধার

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১১:২৬:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১১:২৬:১২ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফের শাহপরীর গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় ডুবন্ত একটি ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে তাদের নিরাপদে তীরে নিয়ে আসা হয়।
 

কোস্ট গার্ডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এম ভি আবুল হাশেম নামের ফিশিং বোটটি রোববার ছয় জেলেকে নিয়ে মাছ ধরতে সমুদ্রে যায়। ফেরার পথে তীব্র ঢেউ ও স্রোতের কারণে নৌকাটি ডুবতে শুরু করে। এ সময় স্থানীয় এক জেলে মোবাইল ফোনে কোস্ট গার্ডকে বিষয়টি জানান।
 

খবর পাওয়ার পর সেন্ট মার্টিন স্টেশন থেকে কোস্ট গার্ড দ্রুত অভিযান চালায় এবং ডুবন্ত বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার করে। পরবর্তীতে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয় এবং বোট মালিকের কাছে হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]