গাজা সংকটে ইসরাইলের বিরুদ্ধে চার দফা পদক্ষেপ নিতে ওআইসি দেশগুলোর প্রতি অনুরোধ ইরানের

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৯:৫১:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৯:৫১:৪৩ পূর্বাহ্ন

গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয় ঠেকাতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোকে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি চারটি দফায় পদক্ষেপ প্রস্তাব করে বলেন, গাজা কেবল মুসলিম বিশ্বের বিষয় নয়, বরং এটি পুরো মানবজাতির বিবেকের পরীক্ষা।
 

ওআইসির জরুরি বৈঠকে আরাগচি বলেন, গাজার বর্তমান পরিস্থিতি দ্রুত সমাধান না করলে ইতিহাস কঠোর মূল্যায়ন করবে। তার মতে, এখন আর নীরব থাকার সময় নেই; অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
 

তিনি প্রস্তাবিত চার দফা পদক্ষেপের মধ্যে উল্লেখ করেন— প্রথমত, ইসরাইলি সরকারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা; দ্বিতীয়ত, রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি নিষেধাজ্ঞা আরোপ; তৃতীয়ত, আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা; এবং চতুর্থত, গাজার জনগণের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থনকারী রাষ্ট্রগুলোর নীতির বিরুদ্ধে কূটনৈতিক প্রতিরোধ গড়ে তোলা।
 

আরাগচি আরও বলেন, গাজা কেবল ভৌগোলিক একটি এলাকা নয়; এটি প্রতিরোধ, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার প্রতীক। তাই কথায় নয়, এখন দরকার দৃশ্যমান পদক্ষেপ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]