ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হামলার প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৬:১৮:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৬:১৮:৪৪ পূর্বাহ্ন

বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজধানীর শাহবাগে উত্তাল অবস্থান কর্মসূচি চালিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে তারা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।

শিক্ষার্থীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’সহ নানা স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। পরবর্তীতে তারা যমুনার পথে যাওয়ার চেষ্টা করলে পুলিশের ব্যারিকেডের মুখে পরিবাগ মোড়ে অবস্থান নেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, রোকনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকিদাতাদের বিরুদ্ধে আগামী ১২ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্রকৌশল খাতে তিন দফা সংস্কারের জন্য একটি কমিশন গঠনের দাবি জানানো হয়। তারা সতর্ক করেন, এই দুই দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে, ন্যূনতম বিএসসি ডিগ্রি ছাড়া নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে নিয়োগ না দেওয়াসহ তিন দফা দাবিতে ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন বুয়েট শিক্ষার্থীরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]