ঢাকা উত্তর সিটিতে অগ্রাধিকার ভিত্তিতে সব রাস্তা মেরামতের ঘোষণা প্রশাসকের

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৬:১৩:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৬:১৩:০৪ পূর্বাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব রাস্তা অগ্রাধিকার ভিত্তিতে ধারাবাহিকভাবে মেরামত করা হবে বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরে রাস্তা মেরামতের কাজ পরিদর্শন শেষে তিনি এ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, সিটি করপোরেশনের জনবল সংকট থাকলেও মোহাম্মদপুর থেকে বছিলা ব্রিজ পর্যন্ত রাস্তার মেরামত কাজ আগামী দিনের মধ্যেই শেষ করা হবে। এছাড়া ইতোমধ্যে তেজগাঁও সাত রাস্তা থেকে গুলশান পর্যন্ত সড়ক মেরামতের টেন্ডার সম্পন্ন হয়েছে, শিগগিরই সেই কাজও শেষ হবে।

মোহাম্মদ এজাজ আরও জানান, রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের সঙ্গে টেন্ডার প্রক্রিয়া ও অর্থ বরাদ্দ সম্পন্ন হয়েছে। ফলে বছিলা ব্রিজের পরবর্তী অংশের মেরামত কার্যক্রমও দ্রুত শেষ করা সম্ভব হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]