
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একসঙ্গে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তরা শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী, আইন ও বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত বেশ কয়েকজন জেলা ও দায়রা জজ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম শাহীন, অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ) মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগমসহ আরও অনেকে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শপথের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, যিনি এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সেই আইন সচিবও এবার বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।
অন্যদিকে, একই দিন দেশের জেলা আদালতে বড় ধরনের রদবদল হয়েছে। ঢাকাসহ ১৯ জেলায় একযোগে ২৩০ জন বিচারককে বদলি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ৪১ জন জেলা জজ, ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ।