গাজায় হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ১৫, রয়টার্সের সাংবাদিকও নিহত

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১০:০৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১০:০৬:৪৪ অপরাহ্ন

গাজার নাসের হাসপাতালে সোমবার (২৫ আগস্ট) ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন সাংবাদিকও। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সাংবাদিকদের একজন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের হয়ে কাজ করতেন বলে জানা গেছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাংবাদিক হুসাম আল-মাসরি একজন অভিজ্ঞ ক্যামেরাম্যান ছিলেন। হামলায় আহতদের মধ্যে রয়েছেন হাতেম খালেদ নামের এক আলোকচিত্রী, যিনি রয়টার্সের সঙ্গেই যুক্ত ছিলেন।
 

এ ঘটনায় ইসরাইলি সামরিক বাহিনী কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 

গাজায় চলমান সংঘাতের মধ্যে সাংবাদিক ও সাধারণ মানুষের হতাহতের ঘটনা ক্রমেই বেড়ে চলছে। আন্তর্জাতিক মহল এ ধরনের হামলার নিন্দা জানালেও পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য পরিবর্তন এখনো দেখা যায়নি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]