রোহিঙ্গা সংকটের আট বছর: কূটনৈতিক মিশনের যৌথ বিবৃতিতে টেকসই সমাধানের আহ্বান

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১২:১১:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১২:১১:২৩ অপরাহ্ন

রোহিঙ্গা সংকটের আট বছর পূর্তিতে কূটনৈতিক মিশনগুলোর পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। এতে মিয়ানমার সেনাবাহিনীর কর্মকাণ্ডের কারণে লাখো রোহিঙ্গার বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১১ লাখেরও বেশি, যাদের অধিকাংশ কক্সবাজারের শরণার্থী শিবিরে অবস্থান করছে।
 

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা নিরাপদে নিজেদের আবাসভূমিতে ফিরতে চায়। তবে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলমান সহিংসতা এ প্রত্যাবর্তনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখা যায়, ২০১৭ সালের পর থেকে বাংলাদেশ মানবিক কারণে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে।
 

যৌথ বিবৃতিতে সামরিক শাসন ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর দ্বারা ঘটতে থাকা সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি জানানো হয়, আট বছর পেরিয়ে গেলেও আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশ সরকারের পাশে অটলভাবে রয়েছে। সংকটের টেকসই সমাধান বের করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও মিশনগুলো পুনর্ব্যক্ত করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]