রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপে যোগ দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১১:৩৪:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১১:৩৪:২৮ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার সকালে কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সংলাপে যোগ দিয়েছেন। তিনি সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
 

‘স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক তিন দিনের এই সংলাপ শুরু হয়েছে রোববার হোটেল বে ওয়াচে। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, বৈশ্বিক সংস্থা এবং রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
 

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সংলাপটি মূলত আগামী সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতিমূলক ধাপ হিসেবে আয়োজন করা হয়েছে। এর বিশেষ গুরুত্ব হলো রোহিঙ্গা শরণার্থীদের সরাসরি অংশগ্রহণ। তারা নিজেদের আশা-আকাঙ্ক্ষা, হতাশা এবং ভবিষ্যতের প্রত্যাশা তুলে ধরছেন, যা আগামী ৩০ সেপ্টেম্বরের বৈঠকের আলোচনায় প্রতিফলিত হবে।
 

এ সংলাপে মানবিক সহায়তা অব্যাহত রাখা, রোহিঙ্গা সংকটকে বৈশ্বিকভাবে দৃশ্যমান রাখা এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হচ্ছে। তিন দিনব্যাপী এই সংলাপ শেষ হবে মঙ্গলবার।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]