ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা, হালকা বৃষ্টির সম্ভাবনা

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১১:১০:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১১:১০:১১ পূর্বাহ্ন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে গরমের অনুভূতি কিছুটা বেশি হতে পারে। তবে একইসঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।
 

সোমবার (২৫ আগস্ট) সকালে ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
 

এদিকে, আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের কোনো অভ্যন্তরীণ নদীবন্দরে আজ সতর্কবার্তা বা সংকেত দেখানোর প্রয়োজন নেই।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]