সীমানা নির্ধারণ শুনানিতে একদিনে ৮১১টি দাবি-আপত্তি নিষ্পত্তি করল নির্বাচন কমিশন

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১০:১৭:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১০:২৫:১৬ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ছয়টি জেলার ১৮টি আসনের বিষয়ে মোট ৮১১টি আবেদন নিষ্পত্তি করা হয়।
 

রোববার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই শুনানিতে ৪২৯টি আপত্তি এবং ৩৮২টি পরামর্শ শোনা হয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। কমিশনাররা এবং ইসি সচিবালয়ের সচিবও উপস্থিত ছিলেন।
 

শুনানিতে আবেদনকারীরা ও তাদের আইনজীবীরা নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। ইসি জানায়, আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে যৌক্তিক প্রস্তাবগুলো বিবেচনায় নেওয়া হবে। সিইসি বলেন, কমিশন পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে এবং আবেদনকারীদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথম দিনের শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুরের আসনগুলো নিয়ে আলোচনা হয়। আজ (২৫ আগস্ট) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের শুনানি এবং আগামী ২৬ আগস্ট ঢাকা অঞ্চলের শুনানি অনুষ্ঠিত হবে। ২৭ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের শুনানি নেওয়া হবে।
 

ইসি সূত্র জানিয়েছে, ১০ আগস্ট পর্যন্ত ৮৩টি আসনের সীমানা নিয়ে মোট ১ হাজার ৭৬০টি দাবি ও আপত্তি জমা পড়েছে। শুনানি শেষে এগুলো নিষ্পত্তি করে শিগগিরই চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]