ময়মনসিংহে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা ফেরত দিলেন বৃদ্ধ ভ্যানচালক

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক বৃদ্ধ ভ্যানচালক সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রায় ৩ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন।

ঘটনাটি ঘটে গত ৭ আগস্ট। জানা গেছে, ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইলের গারোবাজার আড়তে ডিম বিক্রি করে ফেরার পথে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা হারান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও টাকা না পেয়ে তিনি হতাশ হয়ে বাড়ি ফেরেন।
 

সেদিনই স্থানীয় ভ্যানচালক আব্দুল খালেক গারোবাজার-ফুলবাড়িয়া সড়কে টাকা ভর্তি বান্ডেল কুড়িয়ে পান। মালিককে শনাক্ত করতে না পেরে তিনি টাকাগুলো নিজের কাছেই সযত্নে রেখে দেন। পরে লোকমুখে খবর পেয়ে তিনি প্রায় ১২ কিলোমিটার পথ অতিক্রম করে ইউপি সদস্যের বাড়িতে গিয়ে টাকা ফিরিয়ে দেন। ১৭ দিন পর রোববার (২৪ আগস্ট) রাতে হারানো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সিরাজুল ইসলাম। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে আব্দুল খালেককে পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা দেন।
 

আব্দুল খালেক বলেন, “টাকার প্রকৃত মালিককে ফেরত দিতে পেরে আমি যে আনন্দ পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না।”
 

ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, টাকা ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন তিনি। ভ্যানচালকের সততা তাকে গভীরভাবে মুগ্ধ করেছে। স্থানীয় বাসিন্দারাও আব্দুল খালেকের সততা ও মানবিকতার প্রশংসা করে বলেছেন, এমন মানুষদের জন্যই সমাজে এখনো মানবিক মূল্যবোধ টিকে আছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]