তেল আবিবে এবার হুতিদের ক্লাস্টার মিউনিশন ওয়ারহেডযুক্ত মিসাইল হামলা

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৯:৩৫:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৯:৩৫:৪২ পূর্বাহ্ন

ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রথমবারের মতো ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত শুক্রবার গভীর রাতে হওয়া এ হামলায় বহুল আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয় এবং মিসাইলটি শহরে আঘাত হানে।
 

ঘটনার সময় ইসরায়েলের আকাশে সক্রিয় ছিল চার স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা— যুক্তরাষ্ট্রের তৈরি ‘থাড’, পাশাপাশি ‘আয়রন ডোম’, ‘অ্যারো’ ও ‘ডেভিড’স স্লিং’। কিন্তু কোনোটি ক্ষেপণাস্ত্রটিকে থামাতে সক্ষম হয়নি। রাতের নীরবতা ভেঙে বিস্ফোরণের শব্দে তেল আবিবজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

ইসরায়েলি বিমানবাহিনীর তদন্তে নিশ্চিত হওয়া গেছে, ব্যবহৃত মিসাইলটিতে ক্লাস্টার ওয়ারহেড ছিল। প্রায় দুই বছরের চলমান সংঘাতে হুতিদের এ ধরনের অস্ত্র ব্যবহার এটাই প্রথম ঘটনা। সামরিক বিশ্লেষকদের মতে, ক্লাস্টার মিউনিশনযুক্ত ক্ষেপণাস্ত্র প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের তুলনায় অনেক বেশি ধ্বংসাত্মক। এটি আকাশে কয়েক হাজার মিটার উচ্চতায় পৌঁছে একাধিক সাবমিউনিশনে বিভক্ত হয়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।
 

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের কাছ থেকেই হুতিরা এ ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র পেয়েছে। চলতি বছরের শুরুতে ইরানও ইসরায়েলের দিকে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত মিসাইল নিক্ষেপ করেছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
 

সূত্র: টাইমস অব ইসরায়েল, বিবিসি

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]