ঢাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান গ্রেফতার, সিআইডির দাবি আন্দোলনে নাশকতার সংশ্লিষ্টতা

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৯:৩০:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৯:৩০:৪৫ পূর্বাহ্ন

রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর ২২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মিজানুর রহমানকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে সিআইডির বিশেষ টিম।
 

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে জানান, মিজানুর রহমান আন্দোলনের সময় রামপুরা, বনশ্রী ও হাতিরঝিল এলাকায় ছাত্রদের বিরোধিতায় নাশকতা ও সাংগঠনিক তৎপরতায় জড়িত ছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান স্বীকার করেছেন যে গত জুলাই-আগস্ট মাসে তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছিলেন। আজ সোমবার তাঁকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করার কথা জানিয়েছে সিআইডি।
 

জসীম উদ্দিন খান আরও বলেন, অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সূত্র: সিআইডি 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]