ভৈরবে গভীর রাতে মাইকে ডেকে সংঘর্ষ ও দোকানপাট লুটপাট, আহত ১০ জন

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৭:৫৬:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৭:৫৬:৫৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের ভৈরবে দুই পাড়ার মধ্যে মারামারির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন এবং একটি মার্কেট পুড়ে গেছে। শনিবার (২৪ আগস্ট) রাত ১টার দিকে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ শুরু হয়। মারামারির সময় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে ভৈরবপুর উত্তরপাড়ার মোসাব্বির নামের এক যুবক বাজার থেকে বাড়ি ফেরার সময় দক্ষিণপাড়ার একটি হোটেল থেকে তার ওপর ইট ছোড়া হয়। এর পর হোটেলের লোকদের সঙ্গে তার কথাকাটাকাটি হাতাহাতিতে গড়ায়। এই খবর দ্রুত দুই পাড়ায় ছড়িয়ে গেলে মাইকে মারামারির ঘোষণা করা হয়।

দক্ষিণপাড়ার কসাই হাটির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উত্তরপাড়ার মনমরা এলাকায় হামলা চালায়। উত্তরে উত্তরপাড়ার লোকজন প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। দক্ষিণপাড়ের লোকজন মনমরা এলাকার একটি মার্কেটে হামলা চালিয়ে কাপড়ের দোকান, ডেকোরেটর, মুদির দোকান ও ঔষধের দোকানসহ ১০টি দোকান ভাঙচুর ও লুটপাটের পর আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টাে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভৈরব সার্কেলের সহকারী এএসপি নাজমুস সাকিব জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে উভয় পাড়াতেই তীব্র উত্তেজনা বিরাজ করছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]