৩৫ বছর পর চাকসু নির্বাচন: তফসিল ঘোষণা আসছে বৃহস্পতিবারের মধ্যে

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৭:১৪:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৭:১৪:৪৬ পূর্বাহ্ন

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আগামী বৃহস্পতিবারের মধ্যে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
 

রোববার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মনির উদ্দিন। তিনি জানান, নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি শেষের পথে এবং দ্রুতই আচরণবিধি প্রকাশ করা হবে। চাকসু ভবনের দ্বিতীয়তলায় নির্বাচন কমিশনের কার্যালয় চালু করার কাজও প্রায় সম্পন্ন হয়েছে।
 

তিনি আরও জানান, পূর্ণাঙ্গ ভোটার তালিকা শিগগিরই হাতে পাওয়া যাবে। কমিশনের বৈঠকের পর এ সপ্তাহের শেষের দিকেই তফসিল ঘোষণা করা হবে।
 

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, সর্বশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন। নির্বাচনী আচরণবিধির খসড়া প্রস্তুত করা হয়েছে এবং তফসিলও দ্রুত প্রকাশ করা হবে।
 

চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এ সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করা হবে।
 

চাকসু নির্বাচন পরিচালনা কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও রয়েছেন বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, পরিচালক, প্রক্টর, শিক্ষক প্রতিনিধি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নির্বাচন কার্যক্রম তত্ত্বাবধান করবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
 

উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। নিয়মিত নির্বাচন হওয়ার কথা থাকলেও এতদিনে মাত্র ৬ বার নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। পরবর্তী সময়ে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, সংঘর্ষ এবং অনুকূল পরিবেশ না থাকায় নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]