আয়াতুল্লাহ খামেনি: ইরান মার্কিন চাপ কখনোই মেনে নেবে না

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৭:০০:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৭:০০:৫১ পূর্বাহ্ন

ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না।

রোববার তেহরানের এক মসজিদে প্রদত্ত এই বক্তব্য পরে খামেনির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়। দুই মাস আগে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার পর এ ধরনের আহ্বান জানালেন তিনি। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রও সীমিতভাবে অংশ নেয় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করে হামলা চালায় বলে দাবি করা হয়।

বর্তমানে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে তেহরান। এ প্রসঙ্গে খামেনি অভিযোগ করেন, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ছিল ইরানকে অস্থিতিশীল করার সুপরিকল্পিত প্রচেষ্টার অংশ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]