
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রকৌশল নিয়োগে সমতা নিশ্চিত ও কোটা সংস্কারের দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার (২৪ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রকৌশল সেক্টরে ডিপ্লোমাধারীদের জন্য আলাদা কোটা বৈষম্য তৈরি করছে এবং এটি পেশাগত মানকে ক্ষতিগ্রস্ত করছে। তারা তিন দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে— নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং রাখা ও সবাইকে সমানভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া; দশম গ্রেডে উপ-সহকারী প্রকৌশলী পদে শতভাগ ডিপ্লোমা কোটা বাতিল করে বিএসসি ও এমএসসি ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ রাখা; এবং বিএসসি ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে না পারা।
মশাল মিছিলে কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রকল্যাণ পরিচালক ড. মো. রবিউল ইসলাম সরকার উপস্থিত থেকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানান। তারা বলেন, প্রকৌশল নিয়োগে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন অব্যাহত থাকবে।
সমাপনী বক্তব্যে প্রফেসর ইকরামুল হক জানান, কোটার সংস্কার ছাড়া প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায় সম্ভব নয়। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।