বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার

আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ১১:৪৬:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১১:৪৬:৩৬ অপরাহ্ন
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩০৮৬৮ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার বা ৩০ দশমিক ৮৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
 
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩০৮৬৮ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে এ হিসাব করলে রিজার্ভ দাঁড়ায় ২৫৮৭২ দশমিক ৭৫ মিলিয়ন ডলার।
 
এর আগে ২১ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০৮৫৬ দশমিক ৭৯ মিলিয়ন ডলার, আর আইএমএফ পদ্ধতিতে হিসাব করলে দাঁড়িয়েছিল ২৫৮৬১ দশমিক ২২ মিলিয়ন ডলার। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে রিজার্ভের পরিমাণ সামান্য বৃদ্ধি পেয়েছে।
 
বিশেষজ্ঞরা বলছেন, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। এই পরিমাপই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]