
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই হজযাত্রীদের ব্যয় কমাতে জাহাজে পরিবহনের পরিকল্পনা করা হলেও সেটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, কোনো বড় জাহাজ কোম্পানি এগিয়ে না আসায় উদ্যোগটি থেমে গেছে। তার মতে, জাহাজে যাত্রী পাঠানো সম্ভব হলে খরচ প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমানো যেত।
রোববার (২৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকারের লক্ষ্য ছিল খরচ সাশ্রয়ের পাশাপাশি হজযাত্রীদের জন্য বিকল্প পরিবহন ব্যবস্থা তৈরি করা। তবে পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় তা আর সম্ভব হয়নি।
এদিন তিনি দেশের ওয়াক্ফ সম্পত্তি বেদখল নিয়ে কথা বলেন। তার তথ্য অনুযায়ী, প্রায় ২ লাখ ৫৭ হাজার ৪০০ একর ওয়াক্ফ সম্পত্তি বর্তমানে বেদখলে রয়েছে। এগুলো উদ্ধার করে শিক্ষা, স্বাস্থ্য, মসজিদ-মাদরাসা উন্নয়নসহ জনকল্যাণমূলক কাজে ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা, স্বচ্ছ ভাড়া ও ইজারা প্রক্রিয়া এবং অবৈধ দখলমুক্ত করার পদক্ষেপ জোরদার করা হচ্ছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণ প্রসঙ্গেও তিনি বক্তব্য দেন। উপদেষ্টা জানান, এ বিষয়ে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি শান্তি-সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, সেখানে নতুন করে কোনো মসজিদ নির্মাণের পরিকল্পনা নেই।
ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি না করতে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, ধর্মীয় সম্প্রীতি ও শান্তি রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।