
জুলাই গণহত্যা মামলার এক আসামি কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি। সংস্থাটির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার (২৪ আগস্ট) বরিশালে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে এবং সোমবার আদালতে হাজির করার কথা রয়েছে।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটিতে মোট ২৫ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত। মামলার প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। একই সঙ্গে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দ্বিতীয় এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনকে তৃতীয় আসামি করা হয়েছে।
এ মামলায় আরও ২২ নম্বর আসামি হিসেবে রয়েছেন তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, যাকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছিল। এছাড়া মামলায় অজ্ঞাত আরও প্রায় দেড় শতাধিক ব্যক্তিকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।