বিনিয়োগকারীদের জন্য ওমানে শুরু হচ্ছে ‘গোল্ডেন ভিসা’ সুবিধা

আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ১০:১৫:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১০:১৫:২৬ পূর্বাহ্ন

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে মধ্যপ্রাচ্যের দেশ ওমান নতুন উদ্যোগ নিয়েছে। আগামী ৩১ আগস্ট থেকে চালু হচ্ছে ‘গোল্ডেন ভিসা’ কর্মসূচি, যা বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বসবাস ও ব্যবসার সুযোগ দেবে।
 

ওমানের গোল্ডেন ভিসা দুই ধরনের— ১০ বছর মেয়াদি এবং ৫ বছর মেয়াদি। ১০ বছরের ভিসা পেতে হলে অন্তত ৫ লাখ ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি ৫০ লাখ টাকা) বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের ধরন হতে পারে রিয়েল এস্টেট কেনা, স্থানীয় কোম্পানিতে অংশীদারিত্ব বা কমপক্ষে ৫০ জন ওমানি নাগরিককে কর্মসংস্থান দিয়ে নতুন কোম্পানি প্রতিষ্ঠা। অন্যদিকে, ৫ বছরের ভিসার জন্য প্রয়োজন ২ লাখ ৫০ হাজার ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৯০ লাখ টাকা)। এই ক্যাটাগরিতে বিনিয়োগের সুযোগ থাকছে রিয়েল এস্টেট, ওমানি কোম্পানি অথবা সরকারের ডেভেলপমেন্ট বন্ডে।

 

যোগ্যতার শর্ত

আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে, তার কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না এবং নিজের ও পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্য প্রমাণ করতে হবে।
 

গোল্ডেন ভিসার সুবিধা

এই ভিসা ধারীরা দীর্ঘমেয়াদে ওমানে বসবাস করতে পারবেন, নিজের ব্যবসা পরিচালনার অধিকার পাবেন, স্থানীয় ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং পরিবারের সদস্যদের (স্ত্রী ও সন্তান) জন্য রেসিডেন্সি ভিসা স্পন্সর করতে পারবেন।
 

কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগের মাধ্যমে ওমানে বৈদেশিক বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতির বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]