ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বিমান হামলায় ৩৫ জঙ্গি নিহত

আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন

নাইজেরিয়া জানিয়েছে, ক্যামেরুন সীমান্তের কাছে তাদের বিমান হামলায় অন্তত ৩৫ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। সেনাদের ওপর হামলার প্রস্তুতির তথ্য পাওয়ার পর এ অভিযান চালানো হয়।
 

শনিবার (২৩ আগস্ট) বর্নো প্রদেশের কুমশে এলাকায় চারটি পৃথক স্থানে এ হামলা চালায় নাইজেরিয়ার বিমান বাহিনী (এনএএফ)। সংস্থাটির মুখপাত্র এহিমেন এজোদামে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়।
 

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সম্প্রতি জঙ্গি হামলার ঘটনা বেড়ে গেছে। সামরিক বাহিনীর চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবেই সর্বশেষ এ বিমান হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।
 

এই অঞ্চল বহুদিন ধরে বোকো হারাম ও তার প্রতিদ্বন্দ্বী আইএসআইএল (আইএসআইএস) ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স বা আইএসডব্লিউএপি–এর হামলার শিকার হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে দুটি গোষ্ঠীই সেনাদের ওপর আক্রমণ জোরদার করেছে, দখল করেছে একাধিক সেনা ঘাঁটি, হত্যা করেছে সৈন্য এবং লুট করেছে অস্ত্রশস্ত্র।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]