শোকজ নোটিশ প্রত্যাহার, এনসিপির সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরলেন সারোয়ার তুষার

আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৯:০৭:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৯:০৭:১৮ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশ প্রত্যাহার করেছে দলটি। এর ফলে তিনি আবারও দলীয় সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন।
 

শনিবার (২৩ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
 

দলীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলনের অভিযোগে গত ১৭ জুন সারোয়ার তুষারকে সাংগঠনিক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরে তিনি আহ্বায়ক, সদস্যসচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব জমা দেন।
 

ঘটনার পরিপ্রেক্ষিতে দুই মাস তিনি পার্টির সব সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। এ সময় তিনি জুলাই মাসের দেশব্যাপী পদযাত্রা, নরসিংদীর পদযাত্রা এবং কমিশন ও মিডিয়ায় দলীয় কার্যক্রমে অংশ নেননি।
 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লিখিত জবাব, ঘটনার প্রেক্ষাপট ও আলামত বিশ্লেষণ শেষে সারোয়ার তুষারকে পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে তার বিরুদ্ধে শোকজ নোটিশ প্রত্যাহার করা হলো।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]