টানা বৃষ্টিতে ভোগান্তি, আরও ভারি বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৯:০০:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৯:০০:২৬ পূর্বাহ্ন

দেশে কয়েকদিন ধরে চলমান টানা বৃষ্টিপাতের প্রভাব আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ রবিবার (২৪ আগস্ট) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে।
 

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে আগামী সোমবার (২৫ আগস্ট) মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
 

পূর্বাভাসে জানানো হয়, রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি নামতে পারে। এসব অঞ্চলের কোথাও কোথাও অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
 

আগামীকাল সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত রংপুর, চট্টগ্রাম ও সিলেটের বহু স্থানে এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এই সময়ও দেশের কিছু জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
 

এছাড়া মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বহু স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু অংশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]