একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শুরু, শেষ হবে ২৫ আগস্ট রাত ৮টায়

আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৫:১৫:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৫:১৫:৩২ পূর্বাহ্ন
২০২৫ সালের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ধাপের আবেদন শনিবার (২৩ আগস্ট) থেকে শুরু হয়েছে এবং সোমবার (২৫ আগস্ট) রাত ৮টা পর্যন্ত চলবে। একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
নোটিশে বলা হয়েছে, ‘একাদশ শ্রেণি ভর্তির নীতিমালা-২০২৫ অনুযায়ী দ্বিতীয় ধাপে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের সময় ২২০ টাকা ফি অনলাইনে জমা দিতে হবে।’ এটি ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশের পর নিয়ন্ত্রণ করা হচ্ছে।
 
ভর্তির প্রথম ধাপে প্রায় ১০ লাখ ৪৫ হাজার শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে আবেদন করে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য নির্বাচিত হননি। এর মধ্যে ৫ হাজার ৭০০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। প্রথম ধাপে নির্বাচিতরা শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চিত করতে পেরেছেন।
 
একাদশে ভর্তি প্রক্রিয়া অনুযায়ী, দ্বিতীয় ধাপের আবেদনের ফল ও প্রথম মাইগ্রেশনের ফল ২৮ আগস্ট রাত ৮টায় প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ২৯ ও ৩০ আগস্ট পর্যন্ত দ্বিতীয় ধাপের নির্বাচনের নিশ্চয়তা নিশ্চিত করবেন। তৃতীয় ধাপের আবেদন গ্রহণ ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই ধাপের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল ৩ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশিত হবে। শিক্ষার্থীরা ৪ আগস্ট পর্যন্ত নির্বাচনের নিশ্চয়তা দেবেন। সর্বশেষ মাইগ্রেশনের ফল ৫ আগস্ট প্রকাশ করা হবে।
 
একাদশে ভর্তি কার্যক্রম চলবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এবং ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর। শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন ও নির্বাচনের নিশ্চয়তা নিশ্চিত করতে পারবেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]