প্রথমবারের মতো অনুষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, ফল প্রকাশ তিনদিনের মধ্যে

আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০১:১৭:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০১:১৭:৩০ পূর্বাহ্ন

ব্যবসায় ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথমবারের মতো আয়োজিত ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যেই অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে।
 

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টেকনিক্যাল টিম। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে তা জানতে পারবেন।
 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীরা ফলাফল অনলাইনে দেখতে পাবে।
 

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ফয়েজ উদ্দিন বলেন, প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই অধ্যাদেশ ঘোষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।
 

উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]