বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১ হাজার ৬৬৫ জন

আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ১২:৫৬:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১২:৫৮:০৪ পূর্বাহ্ন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১ হাজার ১৭২ জন, আর বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও ৪৯৩ জনকে।
 

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন শনিবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সারাদেশে একযোগে পরিচালিত এ অভিযানে শুধু আসামি গ্রেফতারই নয়, অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীও জব্দ করা হয়েছে।
 

অভিযানের সময় উদ্ধার করা হয়েছে দুইটি একনলা বন্দুক, ১৫ রাউন্ড কার্তুজ, ১৬টি কার্তুজের খোসা, ২৩টি পটকা, দুইটি বার্মিজ চাকু, তিনটি কিরিচ, ছয়টি ধামা এবং দুইটি ছুরি।
 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, চলমান এ ধরনের অভিযান অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে। একই সঙ্গে ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে নিয়মিত অভিযান আরও জোরদার করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]