কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে হাত বাঁধা যুবক-যুবতীর মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ১২:০৫:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১২:৫১:৫৮ পূর্বাহ্ন

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে হাত বাঁধা অবস্থায় এক যুবক ও এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট এলাকায় এই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে এবং প্রায় দুই থেকে তিন দিন আগে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 

উদ্ধারকৃত যুবকের পরনে ছিল লাল চেক শার্ট ও ট্রাউজার এবং যুবতীর শরীরে লাল সালোয়ার ও ধূসর রঙের গেঞ্জি পাওয়া গেছে। নৌ পুলিশের উপপরিদর্শক মোক্তার হোসেন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে হাত বাঁধা মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের কাজ সিআইডি ও পিবিআইয়ের ফরেনসিক বিভাগ করছে।
 

পুলিশ ইতিমধ্যে মৃতদেহগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। তদন্তকারীরা ঘটনার পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখছেন। ঘটনাটি এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে, আর স্থানীয়রা দ্রুত ঘটনার সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]