চাচার জানাজা থেকে ফেরার পথে অপহরণের শিকার ববি শিক্ষার্থী

আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১০:৫৪:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১০:৫৪:১৩ অপরাহ্ন
চাচার জানাজায় যোগ দিতে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী মো. আসাদ। সোমবার (২৩ জুন) বরিশাল থেকে গ্রামের বাড়ি ঝিনাইদহ যাওয়ার পথে মাদারীপুরে সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থীর বড় চাচা মারা যাওয়ায় ভোর ৬টায় বরিশাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে তিনি মাদারীপুর পর্যন্ত বাসে যান। সেখানে বাসস্ট্যান্ডে নেমে ঝিনাইদহের গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এমন সময়ে একটি মাইক্রোবাস ঝিনাইদহ যাচ্ছে বলে তাকে জানায়। সে মাইক্রোবাসে ওঠার পরে কিছু দূর গিয়ে অপহরণকারীরা তাকে জিম্মি করে। এরপর পরিবারের সঙ্গে ০১৫১৮৪৯৫৬০৯ নম্বর থেকে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা টাকা, মোবাইল ও মানিব্যাগ রেখে দূরে একটি সড়কের ওপর নামিয়ে দিয়ে যায়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনি বলেন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে বরিশাল থেকে ঝিনাইদহের বাড়ি যাওয়ার পথে মাদারীপুরে আটকিয়ে মুক্তিপণ দাবি করা হচ্ছে, এমন ঘটনা জেনে সঙ্গে সঙ্গে মাদারীপুর থানা পুলিশকে কল করি। শিক্ষার্থীকে অপহরণকারীরা ছেড়ে দিয়েছে। তার সঙ্গে কথা হয়েছে। সে নিরাপদে বাড়ি ফিরছে। বাড়ি থেকে ফেরার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]