খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ও রাজনৈতিক বৈঠকে অংশ নেবেন ইসহাক দার

আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৭:৪৩:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৭:৪৩:১৪ অপরাহ্ন

বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার (২৩ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, ইসহাক দার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য তিনি তার গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন। তিন দিনের সফরে অংশ নিতে শনিবার দুপুরের পর পাকিস্তানের বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব।

এ সফরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]