কৃষকদের ক্ষতি কমাতে সরাসরি আলু কিনবে সরকার: কৃষি উপদেষ্টা

আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৭:২১:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৭:২১:০৪ অপরাহ্ন

এ বছর আলু উৎপাদন বেশি হওয়ায় বাজারে দাম কমে গেছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। কৃষকদের ক্ষতি কমাতে সরকার এবার সরাসরি তাদের কাছ থেকে আলু কেনার উদ্যোগ নেবে বলে তিনি ঘোষণা দেন।
 

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, “কৃষকরা এ বছর আলুর ন্যায্যমূল্য পাচ্ছেন না। ভবিষ্যতে তারা যাতে নিরুৎসাহিত না হন, সেজন্য সরকারিভাবে আলু কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দাম নির্ধারণ নিয়েও পদক্ষেপ নেওয়া হবে।”
 

বিএডিসির টিস্যু কালচার ল্যাব পরিদর্শন শেষে উপদেষ্টা জানান, দেশে আলু, আনারস, খেজুরসহ বিভিন্ন ফসলের টিস্যু কালচারের মাধ্যমে উন্নত চারা উৎপাদন হচ্ছে। এতে বিদেশ নির্ভরতা কমবে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। সাম্প্রতিক সবজির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে দাম আবার কমে আসবে। তবে আলুর দাম এখনো কম, এজন্য কৃষকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।” এসময় সাংবাদিকদের প্রশ্নে তিনি নির্বাচন, অস্ত্র উদ্ধার ও সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গেও কথা বলেন। উপদেষ্টা জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠানে কোনো সমস্যা হবে না।
 

পরিদর্শনকালে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা রাজধানীর দারুস সালাম থানা ঘুরে দেখেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]