বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৭:১৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৮:০৯:৩৫ অপরাহ্ন

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও নতুন রাজনৈতিক শক্তি থালাপতি বিজয় এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। শনিবার (২৩ আগস্ট) মাদুরাইয়ে তার রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)-এর মহাসমাবেশে তিনি বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ এবং ডিএমকে-কে ‘রাজনৈতিক শত্রু’ হিসেবে চিহ্নিত করেন।

বিজয় বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু হলো বিজেপি, আর রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো ভয় পায় না। তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। আমরা ফ্যাসিবাদী বিজেপি ও দুর্নীতিগ্রস্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।”
 

তিনি আরও জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে টিভিকে এককভাবে (একলা চলো নীতি) প্রতিদ্বন্দ্বিতা করবে। বক্তৃতায় সিংহের উদাহরণ টেনে তিনি বলেন— “সিংহ সব সময়ই জঙ্গলের রাজা, একবার গর্জন করলে তার কম্পন দূর পর্যন্ত ছড়িয়ে যায়।” বিজয় ঐতিহাসিক ১৯৬৭ ও ১৯৭৭ সালের তামিল রাজনীতির পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, ২০২৬ সালেও তেমন রাজনৈতিক জাদু ঘটবে এবং নতুন শক্তির উত্থান হবে।
 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বিজয় বলেন, “এনইইটি পরীক্ষা বাতিল করুন, পারবেন কি? আপনার একগুঁয়েমির কারণে ছাত্র-ছাত্রীরা ভুগছে।”
 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের দল টিভিকে দ্রুতই জনপ্রিয়তা অর্জন করছে এবং ডিএমকে-এআইএডিএমকের বিকল্প শক্তি হয়ে উঠতে চাইছে। তার বক্তব্য কেন্দ্রীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]