
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশীয়ভাবে তৈরি হালকা যুদ্ধবিমান তেজস এমকে-১এ কেনার জন্য নতুন করে ৯৭টি বিমানের চুক্তি অনুমোদন করেছে। প্রায় ৭.৪ বিলিয়ন ডলারের এ চুক্তির আওতায় বিমানগুলো সরবরাহ করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)।
এর আগে ২০২১ সালে ভারতীয় বিমানবাহিনীর জন্য ৮৩টি তেজস এমকে-১এ কেনার অর্ডার দেওয়া হয়েছিল। নতুন অর্ডার যোগ হওয়ায় এ সংখ্যা দাঁড়াল ১৮০টি। ভারতীয় প্রতিরক্ষা নীতিতে দেশীয় উৎপাদনের ওপর জোর দেওয়ার অংশ হিসেবে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।