
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার পর হিরাজিল এলাকার একটি টিনসেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সবাইকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে রয়েছেন তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫) এবং তাদের দুই সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫)। একই পরিবারের অপর সদস্য হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২) ও তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) এবং এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিনও মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। এছাড়া দুই বোন আসমা ও সালমার মা তাহেরা খাতুন (৬০) অগ্নিকাণ্ডে আহত হন।
দগ্ধদের আত্মীয় রাকিবুল ইসলাম জানান, আসমা ও সালমা তাদের সন্তান ও মাকে নিয়ে ওই ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। বাড়িটির পাশে গ্যাস লাইন থাকলেও দীর্ঘদিন ধরে তা থেকে লিকেজ হচ্ছিল। রাতের বেলায় সেই গ্যাস ঘরে জমে গিয়ে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, হাসপাতালে আনা ১০ জন রোগীই গুরুতর আহত। তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা পর্যায়ক্রমে নিরীক্ষা করা হচ্ছে, তবে সবাই শঙ্কামুক্ত নন।
গ্যাস লিকেজ বা নিরাপত্তা ঘাটতি থেকে নিয়মিতই দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের দাবি। তারা দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।