সেতু কর্তৃপক্ষের ফল প্রকাশ, উত্তীর্ণ ১১৭

আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৯:১২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০১:০৩:৩৬ পূর্বাহ্ন
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৬ ধরনের পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। শনিবার (২১ জুন) কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
পদগুলো হলো :
কানুনগো (৩),
ক্যাশিয়ার (৪),
অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট (৪),
সার্ভেয়ার (৩),
চেইনম্যান (১০) এবং
অফিস সহায়ক (৯৩)।
এসব পদে গত শনিবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
 
ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সময়ে কোনো প্রার্থীর ক্ষেত্রে বিজ্ঞাপনে উল্লিখিত গুরুতর কোনো শর্তের ঘাটতি দেখা গেলে সাক্ষাৎকারের আগে বা পরে যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
 
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ এসএমএস এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটের মাধ্যমে অবহিত করা হবে। 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]